Beauty: গরমে মেকআপ থাকবে তরতাজা

Beauty: গরম মানেই চটচটে আবহাওয়া। যেই আবহাওয়ায় সব থেকে কঠিন কাজ হয়ে দাঁড়ায় মেকআপকে দীর্ঘ সময় ধরে ভালো রাখা। বিশেষ করে সেই মেকআপ যদি একটু…

makeup-will-be-fresh-in-the-summer india

Beauty: গরম মানেই চটচটে আবহাওয়া। যেই আবহাওয়ায় সব থেকে কঠিন কাজ হয়ে দাঁড়ায় মেকআপকে দীর্ঘ সময় ধরে ভালো রাখা। বিশেষ করে সেই মেকআপ যদি একটু ভারী হয়, তাহলে খুবই কঠিন হয়ে ওঠে তা নিক্ষুত রাখা। তবে একটু সতর্ক হয়ে মেকআপ করলেই আপনার এই সমস্যার সমাধান মিলবে এমনটাই মত মেকআপ আর্টিসদের। কিন্তু কী করে? রইল তারই টিপস।

আপনাদের সুবিধের জন্য রইল মেকআপের প্রতিটি ধাপ!

   
  • সবার প্রথমে ফেস মিস্ট ছড়িয়ে দিন গোটা মুখে। তারপর একটা টিস্যু দিয়ে ড্যাব করে নিন।
  • এরপর মুখ আর গলায় প্রাইমার লাগিয়ে নিন এতে মেকআপ থাকবে তরতাজা।
  • ত্বকে যাতে আদ্রতা বজায় থাকে সেক্ষেত্রেও দিতে হবে বিশেষ নজর। এরজন্য গাল, কপাল, নাক,চোয়াল
  • সর্বত্র ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। তবে চোখের কোলে বা ধারে লাগাবেন না।
  • চোখের তলায় বা ধারে কালি থাকলে সেটা ঢাকার জন্য কারেক্টর ব্যবহার করুন। পাশাপাশি চোখের পাতার উপরেও কারেক্টর লাগিয়ে নিন। এরফলে মেকআপ বেশিক্ষণ স্থায়ী হবে।
  • ফাউন্ডেশন বা বিবি ক্রিম লাগান সারা মুখে কিন্তু তা যেন হালকা থাকে৷ তারপর তা ভালো করে ব্লেন্ড করুন।
  • এছাড়াও বেস সেট করতে লাগান ট্রান্সলুসেন্ট পাউডার। যা বেসকে আরোও সুন্দর ও মসৃণ করতে সাহায্য করবে।
  • চোয়ালের হাড়ে ও নাকের ব্রিজে ব্যবহার করুন হাইলাইটার, তবে অবশ্যই সেই হাইলাইটার যেন হন নিজ নিজ স্কিন টোন অনুযায়ী।
  • চোখের পাতায় ব্যবহার করুন নিউট্রাল শেডের আইশ্যাডো। এবং আরেকটি বিষয়ের উপর গুরুত্ব দেবেন তা হল, গায়ের রঙের চেয়ে হালকা আইশ্যাডো লাগানো উচিত। এতে দেখতে বেশি ভালো লাগবে।
  • কনট্যুরিং-এর জন্য চোখের পাতায় হালকা ব্রাউন আইশ্যাডো লাগান, পাতার মাঝে লাগান সোনালি রঙের আইশ্যাডো।
  • চোখের নিচেও খানিকটা কনসিলার লাগিয়ে নিন ড্যাব করে, তাতে চোখটা উজ্জ্বল হয়ে উঠবে।
  • গাল টেনে ধরুন ভিতর দিকে। নিউট্রাল শেডের কন্যটুরিং পাউডার লাগিয়ে ভরে দিন গালের গর্ত।
    চোয়ালের হাড়ের উপর লাগিয়ে নিন লালচে গোলাপি রঙের ব্লাশ, স্বাভাবিক রক্তাভা আসবে গালে।
  • চিকবোনের উপর লাগান পাউডার হাইলাইটার, তাতে উজ্জ্বল, স্কাল্পটেড লুক আসবে।
  • চোখের নিচের ও বাইরের দিকের কোণের ওয়াটারলাইনে খয়েরি রঙের কাজল লাগিয়ে নিন।
  • কয়েক কোট মাসকারা লাগান চোখের পাতায়।
  • লিপ পেনসিল দিয়ে ঠোঁট আঁকুন।
  • লিপ কালার লাগান ঠোঁটে।
  • গরমের দিনে উজ্জ্বল মেকআপে আপনি তৈরি!

চটজলদি টিপস

  • গরমে ওয়াটার বেসড ময়েশ্চারাইজারই সবচেয়ে ভালো। ভারী তেলতেলে ময়েশ্চারাইজার যুক্ত মেকআপ এড়িয়ে চলুন এই সময়।
  • সঠিক মেকআপ বেছে নিন এই ঋতুতে। ওয়াটারপ্রুফ মেকআপই বছরের এই সময়টার জন্য সবচেয়ে উপযোগী, এমনই মত মেকআপ আর্টিসদের।
  • গরমে হাতের কাছে রাখুন ব্লটিং পেপার। মুখে বেশি ঘাম হলে ব্লটিং পেপার দিয়ে চেপে চেপে মুছে নিন।
  • মুখে ঘাম জমতে দেবেন না।সেক্ষেত্রে মুখ টোনার দিয়ে মুছে নিন ঘন ঘন।