Beauty: বেসন দিয়ে প্রাচীনকালের রূপচর্চার অজানা টোটকা

Beauty: বেসনের নানা মুখরোচক আমরা প্রায়শই খেয়ে থাকি। বিশেষত তেলেভাজা তৈরির ক্ষেত্রে এর জুরি মেলা ভার। তবে শুধুমাত্র খাবারের ক্ষেত্রেই নয়, রূপচর্চাতেও বেশ কদর রয়েছে…

beauty-an-unknown-tips-with

Beauty: বেসনের নানা মুখরোচক আমরা প্রায়শই খেয়ে থাকি। বিশেষত তেলেভাজা তৈরির ক্ষেত্রে এর জুরি মেলা ভার। তবে শুধুমাত্র খাবারের ক্ষেত্রেই নয়, রূপচর্চাতেও বেশ কদর রয়েছে বেসনের। কারণ বেসন আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। বেশিরভাগ ক্ষেত্রে ত্বকের যত্নে এর ব্যবহার হলেও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু বিশেষ ভূমিকা রাখে বেসন।

প্রাচীনকাল থেকেই ত্বক ও চুলের বিভিন্ন সমস্যা নিরাময়ে বেসন ব্যবহার হয়ে আসছে। এটি চুলকে মজবুত, উজ্জ্বল এবং ভালো রাখতে সাহায্য করে।

   

চুলের যত্নে বেসনের উপকারিতাঃ

  • চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।
  • চুল পড়া কমায়।
  • হেয়ার ক্লিনজার হিসেবে কাজ করে।
  • চুলের শুষ্কতা নিয়ন্ত্রণ করে।
  • প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে বেসন।
  • খুশকি দূর করার পাশাপাশি চুল উজ্জ্বল ও কোমল করে।
  • আজ তবে জেনে নেওয়া যাক বেসনের কিছু ঘরোয়া হেয়ার প্যাক সম্বন্ধে।

বেসন ও দইয়ের হেয়ার প্যাক

দইতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং উপকারী ব্যাকটেরিয়া যা মাথার ত্বকে জমে থাকা ময়লা দূর করে। এছাড়াও স্ক্যাল্পে ঘামাচি এবং চুলকানির সমস্যা হলে এই প্যাকেটি ব্যবহার করলে উপকার পাবেন।

প্রণালী ও ব্যবহারঃ

  • প্রয়োজন মতো বেসনের সঙ্গে অল্প পরিমাণে টক দই এবং একচিমটে হলুদগুঁড়ো মিশিয়ে নিন।
  • মিশ্রণটি স্ক্যাল্প এবং চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিটের জন্য রেখে দিন।
  • এরপর হালকা গরম জলে চুল ধুয়ে ফেলুন।
  • বেসন ও অলিভ অয়েল হেয়ার প্যাক

এই বিশেষ হেয়ার প্যাক চুলকে লম্বা ও মজবুত রাখতে সাহায্য করবে।

প্রণালী ও ব্যবহারঃ

  • প্রয়োজন মতো বেসন এবং অলিভ নিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করুন।
  • মিশ্রণটি চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন।
  • প্যাকটি একেবারে শুকিয়ে যাওয়ার আগে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

বেসনের বশে আনুন চুল
বেসনের নানা মুখরোচক আমরা প্রায়শই খেয়ে থাকি। বিশেষত তেলেভাজা তৈরির ক্ষেত্রে এর জুরি মেলা ভার। তবে শুধুমাত্র খাবারের ক্ষেত্রেই নয়, রূপচর্চাতেও বেশ কদর রয়েছে বেসনের। কারণ বেসন আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। বেশিরভাগ ক্ষেত্রে ত্বকের যত্নে এর ব্যবহার হলেও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু বিশেষ ভূমিকা রাখে বেসন।

প্রাচীনকাল থেকেই ত্বক ও চুলের বিভিন্ন সমস্যা নিরাময়ে বেসন ব্যবহার হয়ে আসছে। এটি চুলকে মজবুত, উজ্জ্বল এবং ভালো রাখতে সাহায্য করে।

চুলের যত্নে বেসনের উপকারিতাঃ

  • চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।
  • চুল পড়া কমায়।
  • হেয়ার ক্লিনজার হিসেবে কাজ করে।
  • চুলের শুষ্কতা নিয়ন্ত্রণ করে।
  • প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে বেসন।
  • খুশকি দূর করার পাশাপাশি চুল উজ্জ্বল ও কোমল করে।

আজ তবে জেনে নেওয়া যাক বেসনের কিছু ঘরোয়া হেয়ার প্যাক সম্বন্ধে।

বেসন ও দইয়ের হেয়ার প্যাক

দইতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং উপকারী ব্যাকটেরিয়া যা মাথার ত্বকে জমে থাকা ময়লা দূর করে। এছাড়াও স্ক্যাল্পে ঘামাচি এবং চুলকানির সমস্যা হলে এই প্যাকেটি ব্যবহার করলে উপকার পাবেন।

প্রণালী ও ব্যবহারঃ

  • প্রয়োজন মতো বেসনের সঙ্গে অল্প পরিমাণে টক দই এবং একচিমটে হলুদগুঁড়ো মিশিয়ে নিন।
  • মিশ্রণটি স্ক্যাল্প এবং চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিটের জন্য রেখে দিন।
  • এরপর হালকা গরম জলে চুল ধুয়ে ফেলুন।
  • বেসন ও অলিভ অয়েল হেয়ার প্যাক

এই বিশেষ হেয়ার প্যাক চুলকে লম্বা ও মজবুত রাখতে সাহায্য করবে।

প্রণালী ও ব্যবহারঃ

  • প্রয়োজন মতো বেসন এবং অলিভ নিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করুন।
  • মিশ্রণটি চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন।
  • প্যাকটি একেবারে শুকিয়ে যাওয়ার আগে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।