Beauty: ঝলমলে চুল পেতে সপ্তাহে একদিন লাগান এই প্যাক

গরমে সূর্যের তাপে আমাদের ত্বক এবং চুল উভয়ই ক্রমশ রুক্ষ হয়ে যায়। ত্বকের যত্ন নিতে এটা-ওটা মাখলেও চুলের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া হয় না। এর…

shiny-hair

গরমে সূর্যের তাপে আমাদের ত্বক এবং চুল উভয়ই ক্রমশ রুক্ষ হয়ে যায়। ত্বকের যত্ন নিতে এটা-ওটা মাখলেও চুলের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া হয় না। এর দরুন চুল রুক্ষ, অনুজ্জ্বল হওয়ার পাশাপাশি উঠে যায় এবং অনেক সময় মাঝখান থেকে ভাঙতে শুরু করে। এক্ষেত্রে সপ্তাহে যদি একটা দিন চুলের বিশেষ পরিচর্যা করা যায়, এই সমস্যা ধীরে ধীরে কমবে। রইল এমন কিছু ঘরোয়া প্যাক, যেগুলো ব্যবহার করলে চুল হবে ঝলমলে, নরম এবং উজ্জ্বল।

চুলের যত্নে বিভিন্ন প্যাকঃ

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কলা, টক দই ও তেল – রুক্ষ চুলের জন্য এই প্যাক দারুণ উপযোগী। ১টা গ্রেট করা পাকা কলা, ৩-৪ টেবল চামচ টক দই, ১ টেবল চামচ পছন্দ মতো হেয়াল অয়েল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই প্যাক স্ক্যাল্প সহ সারা চুলে লাগিয়ে চিরুনি দিয়ে আঁচড়ে নিন। ১ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করে ধুয়ে নেবেন।

ডিম, এসেনশিয়াল অয়েল ও দই – ১টা সাদা ডিমের (তৈলাক্ত চুল হলে কুসুম বাদ দেবেন) সঙ্গে ১-২ ফোঁটা পছন্দসই এসেনশিয়াল অয়েল এবং ২ টেবল চামচ টক দই মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এই প্যাক চুলে লাগিয়ে ১ ঘণ্টা রাখুন। এরপর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করে ধুয়ে নিন।

অ্যালোভেরা, মধু ও নারকেল তেল – ২ টেবল চামচ অ্যালোভেরার শাঁস, ২ টেবল চামচ নারকেল তেল এবং ১ চা–চামচ মধু নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। স্ক্যাল্প থেকে চুলের আগা পর্যন্ত লাগিয়ে নিন এই প্যাক। ১-২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। অবশ্যই কন্ডিশনার লাগাবেন।

ডিম, তেল ও মধু – ১টা ডিমের কুসুম, ২ টেবল চামচ মধু এবং ২ টেবল চামচ পছন্দসই সুগন্ধি তেল ভালোভাবে মিশিয়ে একটা প্যাক তৈরি করুন। এই প্যাক চুলে লাগিয়ে ১-২ ঘণ্টা পর শ্যাম্পু করে কন্ডিশনার লাগাবেন। রুক্ষ চুলের ক্ষেত্রে এই প্যাক খুব উপকারী।

নারকেল তেল, মধু ও পাতি লেবুর রস – চুল নরম রাখার পাশাপাশি খুসকির সমস্যাতেও দারুণ উপকারী এই প্যাক। ৫ টেবল চামচ নারকেল তেল, ২ টেবল চামচ মধু এবং ২ টেবল চামচ পাতি লেবুর রস ভালো করে মিশিয়ে মাথায় লাগান। ১ ঘণ্টা পর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে দিন।