অভিষেকের জেরার আগেই কালীঘাটের কাকুকে ঘুম থেকে তুলে ইডির তল্লাশি

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বাড়িতে সাতসকালে হানা দিল ইডি। সকাল ছ’টা নাগাদ তাঁর বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সির টিম। ঘুম থেকে তোলা হয় তাঁকে। কালীঘাটের…

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বাড়িতে সাতসকালে হানা দিল ইডি। সকাল ছ’টা নাগাদ তাঁর বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সির টিম। ঘুম থেকে তোলা হয় তাঁকে। কালীঘাটের কাকুর বাড়ি নয়, বেহালা ফকির পাড়া রোডে একটি কনসালটেন্সি সংস্থার অফিসেও হানা দিয়েছে ইডির পৃথক একটি দল। নিয়োগ দুর্নীতিতে (job scam) কি এই সংস্থার কোনও যোগ রয়েছে তৈরি হয়েছে কৌতূহল।

প্রসঙ্গত, কালীঘাটের কাকু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মচারী। শনিবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিষেককে ডেকেছে সিবিআই। শুক্রবার রাতেই কর্মসূচি থামিয়ে কলকাতায় ফিরেছেন অভিষেক।

এদিকে শনিবারই সকাল ১১টায় নিজাম প্যালেসে পৌঁছনোর কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এর আগে সিবিআই সুজয় ভদ্রের বাড়িতে হানা দিয়েছিল। তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছিলেন সিবিআই আধিকারিকরা। ফের ইডি পৌঁছে গেল তাঁর বাড়িতে।

উল্লেখ্য, প্রথম এই কালীঘাটের কাকুর কথা সামনে এনেছিলেন গোপাল দলপতি। তারপর ধৃত তাপস মণ্ডল তাঁর পরিচয় খোলসা করেন। গত কয়েক মাসে এই কালীঘাটের কাকুকে নিয়ে অনেক চর্চা হয়েছে। তিনি

অভিষেকের অফিসের কর্মচারী হওয়ায় তাকে নিয়ে চর্চাও জোরদার। যেদিন অভিষেককে ডেকে পাঠানো হয়েছে সেদিনই কালীঘাটের কাকুর বাড়িতে হানা দিল এজেন্সি এটাই ভাবাচ্ছে শাসক দলের নেতাদের।