লক্ষ্মীবারে হুড়মুড়িয়ে পড়ল সোনা-রুপোর দাম? জানুন এক ক্লিকেই

বিগত কয়েক সপ্তাহ ধরে কখনও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনা ও রুপোর দাম (Gold Silver Price), তো আবার কখনও হুড়মুড়িয়ে কমে যাচ্ছে। বর্তমান সময়ে ২ গ্রাম…

Gold Price Sees Major Fluctuation Today: Check 22K and 24K Rates for August 7

বিগত কয়েক সপ্তাহ ধরে কখনও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনা ও রুপোর দাম (Gold Silver Price), তো আবার কখনও হুড়মুড়িয়ে কমে যাচ্ছে। বর্তমান সময়ে ২ গ্রাম সোনা কিনতে গিয়েও রীতিমতো হিমশিম খাচ্ছেন বাঙালিরা। সকলেই আন্তর্জাতিক বাজারে দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকছেন কবে দাম কমবে সেদিকে।

আজ ১১ জুলাই আবার বৃহস্পতিবার পড়েছে। ফলে সকলেই জানতে ইচ্ছুক আজ কি দাম কমল নাকি বাড়ল সোনা ও রুপোর দাম? আপনিও কি আজ এই দুই মহা মূল্যবান ধাতু কিনতে ইচ্ছুক? তাহলে জেনে নিন কলকাতায় আজ ২২ গ্রাম, ২৪ গ্রাম ও ১৮ ক্যারেট সোনার দর কততে যাচ্ছে? সেইসঙ্গে রুপোর দাম বাড়ল না কমল সেদিকেও নজর দেওয়া যাক।

   

গতকাল বুধবার দাম নিম্নমুখী থাকার পর আজ লক্ষ্মীবারে বেশ কিছুটা মহার্ঘ্য হল সোনা। আজ শহরে ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৭,৩০০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ২০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬,৭৩,০০ টাকায়।

এবার আসা যাক ২৪ ক্যারেটের প্রসঙ্গে। জানা গিয়েছে, শহরে ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ২২০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭৩,৪২০ টাকা। ১০০ গ্রামের দাম ২০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭,৩৪,২০০ টাকায়।

জানেন কলকাতায় ১৮ ক্যারেটে সোনার দাম কত? তাহলে জানিয়ে রাখি, আজ শহরে ১৮ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ১৬০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৫,০৬০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ১৬০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫,৫০,৬০০ টাকায়।

সোনার পাশাপাশি আজ রুপোর দামও অনেকটা বেড়েছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম ১০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৫৫০ টাকায়। এক কেজি রুপোর দাম ১০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৫,৫০০ টাকায়।

Advertisements