মালদহে থানার মধ্যে নগ্ন করে ঘোরানো হল শাহজান শেখকে। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। পুলিশি অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, শাহজান শেখ নামে ওই কংগ্রেস নেতাকে বেশ কয়েক ঘন্টা থানার মধ্যে আটকে রাখা নয় নগ্ন অবস্থায়। শুধু তাই নয়, তাঁকে ওই নগ্ন অবস্থায় থানার মধ্যে ঘোরানো হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে মানিকচক থানায় বিরুদ্ধে।
অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে পুরনো একটি মামলার ভিত্তিতে সেদিন রাতে বন্ধুদের আসর থেকে শাহজাহান শেখ নামে ওই কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয় ৷ গ্রেফতার করা হয় আরও এক কংগ্রেস নেতা ফিটু শেখকেও ৷ ধৃত কংগ্রেস নেতার স্ত্রী ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাঁর অভিযোগ যে গত ২৩ মে তাঁর স্বামীকে গ্রেফতার করে পুলিশ। তারপর থানায় নিয়ে এসে নগ্ন অবস্থায় বেধড়ক মারধর করা হয়। এখানেই শেষ নয়, তাঁকে নগ্ন করে থানার মধ্যে ঘোরানো হয়। প্রায় দুই ঘন্টা তাঁকে নগ্ন অবস্থায় থানার মধ্যে রাখা হয়। ধৃত কংগ্রেস নেতার স্ত্রী এই ঘটনার পিছনে রাজনৈতিক প্রতিহিংসা তত্ত্ব খাঁড়া করেছেন।
তিনি আরও দাবি করেছেন নগ্ন করে থানা ঘোরানোর দৃশ্য থানার কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়াররা ভিডিওগ্রাফি করেন ৷ এখন তাঁর স্বামীকে হুমকি দেওয়া হচ্ছে, সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে ৷ তিনি সম্পূর্ণ ঘটনার পুলিশি তদন্তের দাবি করছেন। অন্যদিকে অভিযোগ গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদা পুলিশ সুপার। জানা গিয়েছে পুরোনো বোমাবাজির ঘটনায় ওই কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছে। দুই ধৃতকে আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।