কলকাতা: বঙ্গে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের বা SIR আবহ। এই আবহেই তৃণমূল বনাম রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরজা হয়ে গিয়েছে বাঙালির রোজ নামচা। এবার সারা বাংলায় ডবল এন্ট্রির লিস্ট নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দফতরে ঢোকার আগে তিনি অভিযোগ করেন সারা বাংলাতে মোট ১৩ লক্ষ্য ২৫ হাজার ডবল এন্ট্রির খোঁজ পাওয়া গেছে।
শুধু তাই নয় সারা বাংলায় অনিয়মের তথ্যে ভরা একটি পেন ড্রাইভও তিনি সঙ্গে এনেছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। এছাড়াও আরও বিভিন্ন ধরণের অভিযোগ নিয়ে বুধবার নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছেছেন শুভেন্দু। শুভেন্দুর তালিকায় আছে মৃত ব্যাক্তির নামে SIR ফর্ম দেওয়া, ডবল এন্ট্রি এবং BLO দের বাড়িবাড়ি না গিয়ে এক জায়গা থেকে SIR ফর্ম বিলির মত অভিযোগ।
নির্দল বিধায়ক হিসাবে বিধানসভায় যেতে চান পার্থ! লড়বেন ভোটে?
এই SIR প্রক্রিয়া শুরু হয়েছে চলতি মাসেই। নির্বাচন কমিশনের নির্দেশে। উদ্দেশ্য ছিল বেনোজল বাদ দিয়ে ভোটার লিস্টকে স্বচ্ছ করা। ডুপ্লিকেট নাম বাদ, মৃত ব্যক্তিদের নাম মুছে ফেলাই এই প্রক্রিয়ার অংশ। কিন্তু বিজেপির দাবি, এর নামে তৃণমূলের লোকেরা কীভাবে লিস্ট ম্যানিপুলেট করছে। শুভেন্দুর তালিকায় আছে, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ২৪ পরগনার মতো সীমান্তবর্তী জেলায় ডবল এন্ট্রির সংখ্যা সবচেয়ে বেশি।
“এটা শুধু ডুপ্লিকেট নয়, অনেক ক্ষেত্রে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামও ঢোকানো হচ্ছে,” বলে অভিযোগ করলেন তিনি। পেন ড্রাইভে ১০০-এর বেশি ডকুমেন্ট, যাতে ফর্মের স্ক্যান কপি, BLO-দের রিপোর্ট এবং ডেটা এন্ট্রির প্রমাণ। নির্বাচনী অফিসে ঢোকার আগে শুভেন্দু বলেন “আমরা চিঠি দিয়েছি, তদন্তের দাবি করেছি। যদি না শোনা হয়, তাহলে দিল্লিতে যাব।”
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগকে পুরোপুরি খারিজ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়ে, তাহলে তারা দিল্লিতে যাবেন নির্বাচন কমিশনের অফিসে। তৃণমূলের দাবি, ২০০২ সালের লিস্ট থেকে হঠাৎ নাম অদৃশ্য হয়ে যাচ্ছে, যা বিজেপির চক্রান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, “ভোটার লিস্টে ভূতুড়ে ভোটার ঢোকানো হচ্ছে, কিন্তু আমরা সতর্ক।”


