Sunday, December 7, 2025
HomeBharatগোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ২৩, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ২৩, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

- Advertisement -

গোয়ার আরপোরার এক বিখ্যাত নাইটক্লাবে শনিবার রাত গভীর হওয়ার পর যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Goa Fire) ঘটনা ঘটে, তা গোয়া-সহ সমগ্র দেশকেই স্তম্ভিত করে দিয়েছে। আগুন লাগার মুহূর্তে ক্লাবের ভিতরে শতাধিক মানুষ উপস্থিত ছিল। রাতের আড্ডা, গান-বাজনা ও বিনোদনে ব্যস্ত অতিথিদের কেউই অনুমান করতে পারেননি যে কয়েক সেকেন্ডের মধ্যেই আনন্দদিঘির রাত পরিণত হবে মৃত্যুকূপে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৩ জনের প্রাণহানি নিশ্চিত করা হয়েছে। এছাড়া গুরুতরসহ আহতের সংখ্যা প্রায় ৫০ জন, যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তে দমকল ও পুলিশ সূত্রে জানা গেছে, নাইটক্লাবটির একাংশে শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুতই সেই আগুন ক্লাবের কাঠামো ও দাহ্য সাজসজ্জায় ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় ক্লাবের ভিতর, দমবন্ধ হয়ে পড়ে বহু মানুষ। অন্ধকারে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, অনেকে বের হওয়ার মুখ খুঁজে পাননি। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে সময় নিলেও, আগুনের তীব্রতা এতটাই ছিল যে ভিতরে আটকে পড়াদের অনেককেই আর জীবিত উদ্ধার করা যায়নি।

   

রবিবার ভোর পর্যন্ত দমকলের প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আসে, এবং উদ্ধারকাজ শুরু হয় ব্যাপকভাবে। গোয়ার মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। মৃত ও আহতদের তালিকা তৈরির কাজে পুলিশ, দমকল ও মেডিক্যাল টিম একযোগে কাজ শুরু করে।

এই মর্মান্তিক ঘটনার পর দেশজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাটি জানার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, গোয়ার আরপোরায় যে দুর্ঘটনা ঘটেছে তা ‘গভীর দুঃখজনক ও ট্র্যাজিক’। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়া প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে, নিহত প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা করে প্রদান করা হবে। পাশাপাশি, দুর্ঘটনায় আহত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রের এই সহায়তা তৎক্ষণাৎ প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular