Asaduddin Owaisi: ‘মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে’, বিস্ফোরক ওয়েইসি

‘মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে’, নির্বাচনী আবহে এমনই মন্তব্য় করে শোরগোল ফেলে দিলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi). একদিকে তাঁর এই বিতর্কিত মন্তব্যকে…

AIMIM Chief Owaisi

‘মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে’, নির্বাচনী আবহে এমনই মন্তব্য় করে শোরগোল ফেলে দিলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi). একদিকে তাঁর এই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে যেমন জাতীয় রাজনীতির আঙিনায় ঝড় উঠেছে, তেমনই একইসঙ্গে এই প্রশ্নও উঠছে যে কেন ওয়েইসি এই ধরনের একটি কথা বললেন৷

উল্লেখ্য, সম্প্রতি রাজস্থানে রাজনৈতিক প্রচারে গিয়ে কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য় করেছিলেন, ‘ওদের ইশতেহারে দাবি করা হয়েছে, মা-বোনেদের মঙ্গলসূত্র কংগ্রেস নাকি তাঁদের হাতে তুলে দেবে যারা অধিক সংখ্যায় সন্তানের জন্ম দেয়৷’

   

মোদী আরও বলেন, ‘কংগ্রেসের ইস্তেহারেই বলা হয়েছে, মা-বোনদের সোনার গয়নার হিসেব করে সেই সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিং-এর সরকার তো বলেই দিয়েছে, দেশের সম্পদে প্রথম অধিকার মুসলিমদেরই। আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না।’

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর তোলপাড় শুরু হয়৷ সংখ্য়ালঘুদের অধিক সংখ্যায় সন্তান জন্ম প্রসঙ্গে পাল্টা দিতে গিয়ে আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) অভিযোগ করেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘৃণাকে ইন্ধন দিতে হিন্দু সম্প্রদায়েপর মধ্য়ে মিথ্য়ে কথা রটাচ্ছেন৷’ ওয়েইসি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন মুসলিমরা বেশি সংখ্য়ায় সন্তানের জন্ম দেয়, কিন্তু মোদী সরকারের তথ্য় বলছে মুসলিমদের মধ্য়ে জন্মের হার হ্রাস পেয়েছে৷ মুসলিমরা দেশে সংখ্য়াগুরু হয়ে উঠবে, এই মিথ্য়েটাই রটাচ্ছে বিজেপি এবং আরএসএস৷’

ওয়েইসির (Asaduddin Owaisi) দাবি, ‘দেশে যদি সবথেকে বেশি কেউ কন্ডোম ব্যবহার করে থাকে, তাহলে সেটা মুসলিমরাই৷ এটা আমি নই, কেন্দ্রীয় সরকার প্রদত্ত তথ্য় বলছে৷’