দেশের গণতন্ত্র বিপন্ন, চলছে বিভাজনের রাজনীতি, মন্তব্য প্রাক্তন উপরাষ্ট্রপতির

সাম্প্রতিককালে ভারতে ধর্মই হয়ে উঠেছে রাজনৈতিক ক্ষমতার উৎস। দেশে বাড়ছে ধর্মীয় বিভাজন ও বিদ্বেষ। গণতন্ত্র ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে। একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন দেশের…

সাম্প্রতিককালে ভারতে ধর্মই হয়ে উঠেছে রাজনৈতিক ক্ষমতার উৎস। দেশে বাড়ছে ধর্মীয় বিভাজন ও বিদ্বেষ। গণতন্ত্র ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে। একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি।

দেশের ৭৩ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বুধবার ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনসারি। ওই অনুষ্ঠানেই প্রাক্তন উপরাষ্ট্রপতির বলেন, গত কয়েক বছর ধরে আমরা দেখছি এতদিনের নাগরিকদের জাতীয়তাবাদকে সরিয়ে দিয়ে সংখ্যাগুরুর সাংস্কৃতিক জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার উপর জোর দেওয়া হচ্ছে। ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে নাগরিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। দেশে হিংসা, ঘৃণা ও বিদ্বেষের মানসিকতা বেড়ে চলেছে। গোটা দেশে কৃত্রিমভাবে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

প্রাক্তন উপরাষ্ট্রপতি আরও বলেন, এই প্রবণতার বিরুদ্ধে দেশবাসীকে লড়াই করতে হবে। আইনিভাবে ও রাজনৈতিক উপায়ে দু’দিক থেকেই এ ধরনের আচরণের জবাব দিতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে দেশের গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে। বুধবারের ওই অনুষ্ঠানে ইন্দো-আমেরিকান মুসলিম কাউন্সিলের চার আমেরিকান আইনজীবীও ভারতের গণতন্ত্রের চলতি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে হামিদের মন্তব্যের সমালোচনা এসেছে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের তরফে। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী মুক্তার আব্বাস নকভি বলেছেন, এই মুহূর্তে গোটা দেশে একটা প্রবণতা দেখা যাচ্ছে সেটা এই যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যেনতেন প্রকারেণ আঘাত করা। কিন্তু এটা করতে গিয়ে দেশকেই আঘাত করা হচ্ছে। দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত করা হচ্ছে। যারা এতদিন সংখ্যালঘু ভোটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে আজ তারাই দেশের শান্তি ও সুস্থিতির পরিবেশকে নষ্ট করতে চাইছে। উল্লেখ্য, হামিদ আনসারি এর আগেও মোদি সরকারের কড়া সমালোচনা করেছেন।