Tanusree Chakraborty: স্পষ্ট ক্লিভেজ!! হট লুকে সোস্যাল মিডিয়ায় পারদ চড়ালেন তনুশ্রী

Tanusree Chakraborty

বয়স প্রায় ৪০ ছুঁইছুঁই। এখনই বিয়ের পিঁড়িতে বসতে রাজি নন তনুশ্রী (Tanusree Chakraborty)। এখন অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একের পর এক কাজ। আর নিজের কাজ নিয়েই বেজায় ব্যস্ত রয়েছেন এই টলি নায়িকা। এবার টলিউডের গন্ডি পেরিয়ে বলিউডে পা রেখেছেন তনুশ্রী চক্রবর্তী। ইতিমধ্যেই শুটিংও সেরে ফেলেছেন অনেকটাই। সানি দেওলের নায়িকা হিসেবে দেখা যাবে তনুশ্রী। আর তাই অভিনেত্রীকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

Advertisements

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে বোল্ডনেসের ডবল ডোজ বাড়িয়েছেন তনুশ্রী। সাগরপাড়ে বোল্ড লুকে ছবি পোস্ট করতেই আগুন জ্বলে উঠেছে নেটদুনিয়ায়। চারিদিকে অনন্ত জলরাশির মাঝখানে বসে রয়েছেন তনুশ্রী। সাদা রঙের পোশাকে স্পষ্ট দেখা যাচ্ছে ব্রা। বক্ষ-বিভাজিকা উন্মুক্ত করে ভক্তদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন তনুশ্রী।

বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা যেন বারেবারে প্রমাণ করে দিচ্ছেন তনুশ্রী। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী রাজকুমার গুপ্তার সঙ্গে প্রেম করছিলেন তনুশ্রী। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে সেই প্রেমে ভাঙন ধরেছে। কারণ এই মুহূর্তে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন না নায়িকা। ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত এখনই নিতে চাইছেন না। বিয়েতে আগ্রহ প্রকাশ না করাতেই নাকি ব্যবসায়ী প্রেমিক রাজকুমারের সঙ্গে প্রেম ভেঙেছে তনুশ্রীর।

টলি পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে কেরিয়ারের জন্যই নাকি রাজকুমারের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তনুশ্রী। তবে এত বেশি চর্চা হচ্ছে যে শেষমেষ নিজেই মুখ খুলেছিলেন নায়িকা। ব্রেক আপের চর্চার মধ্যে তনুশ্রী জানিয়েছিলেন, সময় যখন আসবে তখন তিনি ঠিকই জানাবেন। প্রত্যেকের জন্যই কেউ না কেউই নির্দিষ্ট থাকে। ঠিক সময়ে তিনি প্রকাশ্যে আসবেন। আপাতত পুরোটাই সময়ের হাতে ছেড়ে দিয়েছেন তিনি।

Advertisements

তবে প্রেম ভাঙলেও কিন্তু তার প্রভাব পড়েনি তনুশ্রীর। তিনটে ছবি ‘আবার বছর ২০ পরে’, ‘কাঞ্চনজঙ্ঘা’, ‘সামসারা’- নিয়ে পাড়ি দিয়েছিলেন বিদেশে। সদ্যই আমেরিকা থেকে ফিরেছেন তনুশ্রী। প্রবাসে গিয়ে বিপুল সম্মানিত হয়েছিলেন নায়িকা। বিদেশে তনুশ্রীকে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন প্রবাসীরা।