HomeEntertainmentBathroom Selfie: হট পোজে বাথরুমে সেলফি তুলে রাতারাতি ভাইরাল বলি ডিভারা

Bathroom Selfie: হট পোজে বাথরুমে সেলফি তুলে রাতারাতি ভাইরাল বলি ডিভারা

- Advertisement -

Bathroom Selfie: বলিউড (Bollywood) জগৎ মানেই নাম, যশ, খ্যাতিতে ভরপুর। অনেকেই স্বপ্ন দেখেন এই ইন্ডাস্ট্রিতে এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে। তাদের স্বপ্নের স্টারদের মতোই সুখ্যাতি অর্জন করতে। তবে, স্বপ্ন কি আর এত সহজে সত্যি হয়। এর জন্য পোড়াতে হয় অনেক কাঠখড়। তবে, এই জগতে আসা যেমন কঠিন তেমনি আসার পর টিকে থাকা তাঁর চেয়েও বেশি কঠিন।

তবে, বলিউড জগতে ভালো কাজে যেমনই রাতারাতি সুপারস্টার। তেমনই আবার ভালো কাজ না করলে রাতারাতি হারিয়ে যেতে খুব একটা বেশি সময় লাগে না। বলিউড তারকাদের রিয়েল লাইফ থেকে রিল লাইফ সবই থাকে ক্যামেরায় বন্দি। তাঁরা কখন কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন এমনকি কি পোশাক পড়ছেন তা সবই উঠে আসে শিরোনামে।

   

আজ চলুন জেনে নেওয়া যাক, বলিউডের কোন অভিনেত্রীরা বাথরুমে হট অবতারে সেলফি তুলে রাতারাতি জনপ্রিয়তার শিখরে উঠে এসেছেন।

আলিয়া ভাট থেকে দিশা পাটানি রয়েছেন সেই তালিকায়। একসময় আলিয়া তাঁর ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে তাঁকে বাথরুমে মিরর সেলফি তুলতে দেখা গেছিল। আর সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

alia-bhat

তবে, শুধুমাত্র আলিয়াই আরও অনেক সেলিব্রেটিরাই আছেন যারা বাথরুম সেলফিতে মজেছেন। আর তাঁর মধ্যে প্রথমেই রয়েছে এষা গুপ্তা। মাঝে মধ্যেই হট পোজে বাথরুম সেলফিতে ধরা দেন তিনি।

এছাড়াও হার্দিক পান্ডিয়ার স্ত্রী তথা সার্বিয়ান মডেল নাতাশা স্টানকোভিচকে একসময় খোলামেলা পোশাকে বাথরুমে মিরর সেলফিতে মজতে দেখা যায়।

বলিউডের আরও এক ডিভা দিশা পাটানিকে বাথটবে সেক্সী পোজে ধরা দিতেও দেখা গেছে বহুবার। বিকিনি প্রিয় পোশাক বলে মাঝেমাঝেই হট অবতারে দর্শকদের সামনে ধরা দেন এই অভিনেত্রী।

এমনকি বাথরুম সেলফি বলার সুযোগ হাতছাড়া করেন প্রিয়াঙ্কা চোপড়াও। সুযোগ পেলে এই ট্রেন্ডটি ফলো করেন বলিউডের দেশি গার্ল।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular