Sunday, December 7, 2025
HomeBusinessTechnologyঅবিশ্বাস্য, মাত্র ২,৫৮৯ টাকায় এবার হাতে পান One Plus 9 Pro 5G...

অবিশ্বাস্য, মাত্র ২,৫৮৯ টাকায় এবার হাতে পান One Plus 9 Pro 5G ফোন

- Advertisement -

বর্তমান পরিস্থিতিতে যা ভয়ানত আয়ের অবস্থা, সেই দিকে লক্ষ্য রেখে একটা দামী সুন্দর ফোন পকেটজাত করতে অনেকেরই হাত কাঁপবে। আবার তা যদি হয়ে থাকে ne Plus 9 Pro 5G। তাহলে তো আর কথাই নেই। চলতি বছরই মার্কেটে এসেছিল এই ফোন। যার দাম ছিল, ৭০ হাজারের কাছাকাছি।

OnePlus 9 Pro 5G ফোনের 12GB RAM ও 256GB স্টোরেজ মডেল এই মুহূর্তে বাজারে সবথেকে চাহিদা বেশি। কিন্তু, এই স্টোরেজ ভ্যারিয়্যান্টের আবার দুইটি কালার অপশন রয়েছে। একটি মর্নিং মিস্ট, যার দাম এই মুহূর্তে 69,990 টাকা।

   

এই ফোনই এবার অবিশ্বাস্য দামে দিচ্ছে অ্যামাজন। তালিকায় থাকা বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করে পেয়ে যাবেন। অন্য দিকে আবার, OnePlus 9 Pro 5G ফোনের উইন্টার মিস্ট কালার মডেলটি প্রতি মাসে মাত্র 2,589 টাকা করে দিয়েই কিনতে পারবেন। এই ফোনেও থাকছে No Cost EMI অফার।

সীমিত সময়ের জন্যই প্রযোজ্য থাকবে এই অফার। তাই সুযোগের সদব্যবহারে আউট অব স্টক হওয়ার আগেই নিজের একটি ফোন অডার করে দিতেই পারেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular