শীঘ্রই আসতে চলেছে Nokia Play 2 Max 2023, সাথে দুর্দান্ত ফিচার

একটা সময় ছিল যখন ভারতে দেখা পাওয়া যেত Nokia ফোনের। তখন অবশ্য স্মার্টফোনের দৌড়াতে শুরু হয়নি ভারতীয় বাজারে। সেই সময় শুধুমাত্র ভারতীয় বাজারে পাওয়া যেত…

একটা সময় ছিল যখন ভারতে দেখা পাওয়া যেত Nokia ফোনের। তখন অবশ্য স্মার্টফোনের দৌড়াতে শুরু হয়নি ভারতীয় বাজারে। সেই সময় শুধুমাত্র ভারতীয় বাজারে পাওয়া যেত Nokia মাল্টিমিডিয়া ফোন। তারপরে ধীরে ধীরে ভারতীয় বাজার দখল করতে শুরু করে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোন। তাই খানিকটা প্রতিযোগিতা থেকে সরে যায় এই ব্র্যান্ড।

তারপরে অবশ্য microsoft এর কাছে পুরোপুরি বিক্রি হয়ে যায় এই সংস্থা। তবে সেই জোট বেশিদিন চলে না আবারো ভারতীয় বাজারে ফিরে এসেছে অতি পছন্দের nokia। তবে এবার আর পুরনো কিপ্যাড ফোন নয় বরং নিয়ে এসেছে বিভিন্ন ধরনের স্মার্টফোন। প্রায়ই তারা বিভিন্ন স্মার্টফোন নিয়ে এসে ভারতীয় বাজারে আলোড়ন সৃষ্টি করে।

আর এবারও তারা নিয়ে এলো নতুন একটি স্মার্টফোন। সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে খুব তাড়াতাড়ি ভারতীয় বাজারে আসতে চলেছে Nokia Play 2 Max 2023। স্মার্টফোনটির দাম রাখা হবে প্রায় ৩৬ হাজার টাকার কাছাকাছি। ৬.৭ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিনের সাথে থাকছে এন্ড্রয়েড ইলেভেনের অপারেটিং সিস্টেম।

আপাতত এই স্মার্টফোনের তিনটি ভেরিয়েন্ট ভারতীয় বাজারে পাওয়া যাবে। তার মধ্যে একটি হলো ১০ gb ram 128gb internal studies 12gb ram 256gb ইন্টার্নাল স্টোরেজ এবং 16gb ram ও 512 ইন্টার্নাল স্টোরেজ। একই সাথে থাকবে ৮ হাজার এমএইচ এর ব্যাটারি, যা দীর্ঘক্ষণ সাপোর্ট দেবে এই বড় স্কিনের স্মার্টফোনটিকে। অন্যদিকে থাকছে ১০৮ মেগাপিক্সেল ৩২ মেগাপিক্সেল এবং ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশন। তাছাড়া ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে ৬৪ মেগাপিক্সেলের গুগল লেন্স।