এই দুই ব্র্যান্ডে বিশেষ ছাড় দিচ্ছে Amazon, জানুন বিস্তারিত

বর্তমানে স্মার্টফোন ছাড়া আমরা সকলেই অচল কারণ যত দিন যাচ্ছে আমরা ততই প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি আর প্রযুক্তিকে ঠিক মত কাজে লাগাতে স্মার্টফোনের প্রয়োজন আছে।…

Tecno Spark Redmi 12C

বর্তমানে স্মার্টফোন ছাড়া আমরা সকলেই অচল কারণ যত দিন যাচ্ছে আমরা ততই প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি আর প্রযুক্তিকে ঠিক মত কাজে লাগাতে স্মার্টফোনের প্রয়োজন আছে। বাড়ি বসে বিশ্বের বিভিন্ন প্রান্তের খুঁটিনাটি খবর থেকে শুরু করে নিজের জ্ঞান বাড়ানো সবই সম্ভব স্মার্টফোনের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে বাজার ছেড়ে রয়েছে বিভিন্ন নামিদামি কোম্পানির স্মার্টফোন যার দাম অনেক সময়ই মধ্যবিত্তের নাগালের বাইরে।

তবে সকলের ইচ্ছা করে একটি স্মার্ট ফোন কেনার কিন্তু আর্থিক কারণে সেই স্বপ্ন পূরণ আর হয়ে ওঠেনা। যদিও বর্তমানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান স্মার্টফোন কেনার জন্য লোন দিয়ে থাকে কিন্তু সেই লোন শোধ করতে গিয়েও হিমশিম খান অনেক মানুষ। তাই এবার সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিশেষ অফার নিয়ে এলো অ্যামাজন।

ভারতের ই-কমার্স সাইটগুলির মধ্যে অন্যতম হলো amazon। যার সাথে আমরা বাড়ি বসেই বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারি। আর এবার amazon দুটি স্মার্টফোনের ওপর নিয়ে এলো বিশেষ ছাড়। একটি হলো Techno Spark 9। এই স্মার্টফোনের সাথে থাকছে 6.6 ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন এবং 5000 এম এইচ এর ব্যাটারি। তাছাড়া থাকছে 4gb Ram এবং 64gb ইন্টার্নাল স্টোরেজ। বর্তমানে এই ফোনের বাজার মূল্য প্রায় 12 হাজার টাকায় কাছাকাছি। তবে Amazon দিচ্ছে বিশেষ ছাড়। আপনার যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে তাহলে পেয়ে যাবেন ১০ শতাংশ ছাড়। একই সাথে থাকছে এক্সচেঞ্জ ভ্যালু। সব মিলিয়ে মাত্র ৫০০ টাকার কাছাকাছিতে আপনি পেয়ে যাবেন এই স্মার্টফোন।

ওপর একটি ব্র্যান্ড হলো Redmi 12C। যার বাজার মূল্য ১৪ হাজার টাকার কাছাকাছি তবে অ্যামাজন ৩৭ শতাংশ ছাড় দিচ্ছে এই ফোনে অর্থাৎ দামি দাঁড়াচ্ছে মাত্র ৮৭৯৯ টাকা। ৬.৬ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিনের এই ফোনের থাকছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি। এই ছাড়ের পাশাপাশি আপনার যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি আরো ৫০০ টাকা ছাড় পাবেন একই সাথে থাকছে এক্সচেঞ্জ ভ্যালু জার্মান দমে আপনি প্রায় আট হাজার টাকার কাছাকাছি ছাড় পেতে পারেন। অর্থাৎ সব মিলিয়ে এই ফোনের দাম পড়বে মাত্র ৪০০ টাকার নিচে।