Discarding SIM Cards: সিম কার্ড বন্ধ না করেই ফেলে দিয়েছেন! পরিণতি হতে পারে কারাদণ্ড

Discarding SIM Cards: বর্তমানে প্রযুক্তি আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে, আর যত দিন যাচ্ছে প্রযুক্তি আরও উন্নত হচ্ছে। তবে প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন ধরনের জালিয়াতির সমস্যা।

Risks of Not Deactivating SIM Cards Before Discarding Them

Discarding SIM Cards: বর্তমানে প্রযুক্তি আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে, আর যত দিন যাচ্ছে প্রযুক্তি আরও উন্নত হচ্ছে। তবে প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন ধরনের জালিয়াতির সমস্যা। যার মধ্যে অন্যতম হল অনলাইন স্ক্যাম, মূলত অনলাইন মাধ্যমকে ব্যবহার করে এই ধরনের জালিয়াতি করা হয়ে থাকে।

অনেক সময় আমাদের ফোনে মাঝে মধ্যেই দেখা যায় রং নম্বরের দৌরাত্ম্য। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে বিরক্ত হয়ে আমরা নম্বরটি বদলে ফেলি। যা খুবই স্বাভাবিক ঘটনা, তবে নম্বর বদলানোর আগে সিম কার্ড নিশ্চয় আইনত ভাবে বন্ধ করি না আমরা। আর যা ডেকে আনতে পারে বড় বিপদ, হ্যাঁ এমনটাই বলছে ওয়াকিবহালমহল।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আসলে ফোন চুরি হয়ে গেলে কিংবা সিম কার্ড হারিয়ে গেলে অথবা সিম পরিবর্তন করলে আমরা সব সময় তা সংশ্লিষ্ট নেটওয়ার্ক সংস্থাকে জানাই না। বরং না জানিয়ে দিনের পর দিন বন্ধ করে ফেলে রাখি ওই সিম কার্ড। তবে নিজের অজান্তেই ঘটে যেতে পারে এমন কিছু ঘটনা যার জন্য আপনাকে হাজৎ বাস পর্যন্ত করতে হতে পারে। আসলে যেকোনো ধরনের সাইবার প্রতারণার সময় আমাদের বিভিন্ন অজানা নম্বর থেকে ফোন করা হয়।

সেই সমস্ত নম্বরগুলি হল এমন নম্বর যা অনেকদিন ধরে বন্ধ রয়েছে কিংবা সিম কার্ড বন্ধ না করেই ফেলে দেওয়া হয়েছে। যার ফলে অন্যের নাম করে প্রতারণা করা তাদের কাছে খুবই সহজ হয়ে যায়। অন্যদিকে সিমের মালিক হিসাবে সমস্ত রকম প্রতারণার দায় ভার নিতে হবে আপনাকেই। তাই সিম কার্ড পরিবর্তন করার আগে তা সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানিয়ে তবেই সিম বন্ধ করুন।

#SIMCards #Deactivation #LegalConsequences #Risks #Discarding #Law