Beware of Online Fraud: অনলাইন প্রতারণার ফাঁদে পড়েছেন! মাথায় রাখুন কিছু নিয়ম

Beware of Online Fraud: বর্তমানে প্রযুক্তির যুগে আমরা স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত চলতে পারি না আর প্রতিদিন প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই উন্নত হচ্ছে এই সমস্ত স্মার্টফোন।

Illustration of a girl using a mobile phone while being cautious of online fraud.

Beware of Online Fraud: বর্তমানে প্রযুক্তির যুগে আমরা স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত চলতে পারি না আর প্রতিদিন প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই উন্নত হচ্ছে এই সমস্ত স্মার্টফোন। প্রায় প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা তাদের স্মার্টফোনের নতুন নতুন ফিচার নিয়ে আসছে যা আমাদের আরো বিভিন্ন কাজে সাহায্য করে চলেছে। বর্তমানে বাড়ি বসে অফিসের কাছ থেকে শুরু করে ট্রেনের টিকিট বুক করা এমনকি চিকিৎসকের পরামর্শ নেওয়া সবই সম্ভব স্মার্টফোনের দৌলাতে। শুধু তাই নয়, পাশাপাশি বিভিন্ন ধরনের বিনোদন মাধ্যমে আমরা নিজেদের অবসর সময় সহজেই কাটিয়ে ফেলতে পারি।

অন্যদিকে বর্তমানে যুক্ত হচ্ছে নেটওয়ার্ক ব্যাংকিং এর মত সুবিধা যার ফলে বাড়ি বসেই স্মার্টফোনের মাধ্যমে মাত্র একটা ক্লিকিং আপনার ব্যাংকে যাবতীয় তথ্য মুহূর্তের মধ্যে আপনি নিজের সামনে নিয়ে আসতে পারেন সেই সাথে বাড়ি বসেই লেনদেন করতে পারেন একটা বড় অংকের টাকা। তবে প্রযুক্তি যত উন্নত হয়েছে ততই সমাজে বৃদ্ধি পেয়েছে অনলাইন প্রতারনার চক্র। একটু অসাবধান হলেই মুহূর্তের মধ্যেই আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে।

   

তবে বিশেষ কিছু পদ্ধতি মেনে চললে আপনার টাকার সাথে সাথে স্মার্টফোন কেউ থাকবে সুরক্ষিত সেই সাথে সুরক্ষিত থাকবে আপনার যাবতীয় ব্যক্তিগত নথি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন সবার প্রথমে ফোনে ডাউনলোড করতে হবে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস এপ্লিকেশন যার ফলে স্মার্টফোনে কোন জাঙ্ক ফাইল জায়গা করে নিতে পারবে না এবং একই সাথে কোন স্পাই ওয়্যার নজর রাখতে পারবেনা আপনার উপর।

তাছাড়া শুধুমাত্র পিন কিংবা প্যাটার্ন লক নয় সাথে দিতে হবে বায়োমেট্রিক লক, যার ফলে আপনার ফোন যদি অন্য কারো হাতে পড়ে তাহলে সে যেন সহজে আপনার ফোন ব্যবহার করতে না পারে।