সপ্তাহের প্রথম দিনেই দামের নতুন আপডেট? দেখুন পেট্রোল ডিজেলের আজকের দর

সোমবার সপ্তাহের প্রথম দিন। অফিসে যাওয়ার সময় গাড়ি বের করার আগেই, জেনে নিন তেলের দামের কি আপডেট (Fuel Rate Update)। গত রবিবারে দেশের একাংশে নতুন…

সোমবার সপ্তাহের প্রথম দিন। অফিসে যাওয়ার সময় গাড়ি বের করার আগেই, জেনে নিন তেলের দামের কি আপডেট (Fuel Rate Update)। গত রবিবারে দেশের একাংশে নতুন দাম জারি করেছিল তেল সংস্থাগুলি। রবি পেরিয়ে সোমবারেও দাম মোটামুটি অপরিবর্তিতই থেকেছে বলে মনে করা হচ্ছে (Fuel Rate Update)।

সাবধান! তিন টাচেই গায়েব ১৪ লাখ! গুগল সার্চ করতেই উধাও সারাজীবনের সঞ্চয়।

   

গত মার্চ মাসে শেষবারের মতো লক্ষণীয়ভাবে পেট্রোল-ডিজেলের দাম কমেছিল। আসন্ন লোকসভা নির্বাচনের কথা ভেবেই এই দাম কমানো হয়েছিল বলে অনেকে মনে করেছিলেন। তারপর প্রায় তিন মাস কেটে গেলেও সেই ভাবে আর দাম কমেনি। আপাতত সেই ট্রেন্ডই কী বজায় থাকলো সপ্তাহের প্রথম দিনেও? এক নজরে দেখে নিন আজ ২৪ শে জুন কলকাতা সহ বিভিন্ন বড় বড় শহরের জ্বালানির দাম (Fuel Rate Update)।

প্রথমেই নজর দেওয়া যাক পেট্রলের দিকে।

কলকাতায় আজ পেট্রোলের দাম ১০৩ টাকা ৯৪ পয়সা।

আহমেদাবাদে  ৯৪ টাকা ৭৯ পয়সা।

ব্যাঙ্গালোরে  ১০২ টাকা ৯২ পয়সা।

মুম্বাইয়ে  ১০৪ টাকা ২১ পয়সা।

চেন্নাইয়ে  ১০০ টাকা ৮৫ পয়সা।

হায়দ্রাবাদে  ১০৭ টাকা ৪১ পয়সা।

নয়া দিল্লিতে ৯৪ টাকা ৭২ পয়সা।

নয়ডাতে  ৯৪ টাকা ৯৪ পয়সা ।

লখনৌয়ে  ৮৪ টাকা ৫৩ পয়সা।

আপনি কি PNB-র গ্রাহক? সাবধান! এই কাজ না করলেই ৩০ জুন বন্ধ হবে অ্যাকাউন্ট

এবার দেখে নেওয়া যাক দেশের বড় শহরগুলিতে আজ ডিজেলের কি দাম।

কলকাতায় আজকে ডিজেলের দাম ৯০ টাকা ৭৬ পয়সা।

আহমেদাবাদে  ৯০ টাকা ৪৬ পয়সা।

ব্যাঙ্গালোরে  ৮৯ টাকা।

মুম্বাইয়ে  ৯২ টাকা ১৫ পয়সা।

চেন্নাইয়ে  ৯২ টাকা ৪৩ পয়সা।

হায়দ্রাবাদে  ৯৫ টাকা ৬৫ পয়সা।

নয়া দিল্লিতে  ৮৭ টাকা ৬২ পয়সা।

লখনৌয়েও  ৮৭ টাকা ৬২ পয়সা।