⁩ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল

এক ধাক্কায় অনেকটাই কমেছে জ্বালানি তেলের দাম। জানা গিয়েছে, জুলাই মাসে চিন ও জাপানে তেলের উৎপাদন কম হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় অনেকটাই কমেছে।…

এক ধাক্কায় অনেকটাই কমেছে জ্বালানি তেলের দাম। জানা গিয়েছে, জুলাই মাসে চিন ও জাপানে তেলের উৎপাদন কম হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় অনেকটাই কমেছে।

এদিকে তেল সরবরাহে সামঞ্জস্য রক্ষায় ওপেক ও অন্যান্য শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিনিয়োগকারীরা।

   

এক রিপোর্ট অনুযায়ী, সোমবার বিশ্ব বাজারে রেড ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১০৩ দশমিক ১৫ ডলার হয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ১৮ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৯৭ দশমিক ৪৪ ডলার হয়েছে।

চিন ও জাপান থেকে দুর্বল উৎপাদন তথ্য চাহিদার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে সোমবার তেলের দাম হ্রাস পেয়েছে।

ব্রেন্ট ক্রুড ফিউচারগুলি $ 1.42, বা 1.4%, 1017 GMT দ্বারা প্রতি ব্যারেল $ 102.55 এ নেমে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড $ 1.85, বা 1.9% হ্রাস পেয়েছে।যার ফলে ব্যারেল প্রতি বিকোচ্ছে $ 96.77 এ।