Fuel Tanks: বাইক-গাড়ি জ্বালানি ট্যাঙ্ক ফুল করলেই হবে বিপদ! পড়ুন বিস্তারিত

Bike and Car Fuel Tanks: গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের জন্য বহু বিধি নিষেধ মেনে চলতে হয় আমাদের। শারীরিক বিভিন্ন ক্ষেত্রে এই নিয়ম মেনে চলতে হয়। তবে আপনার যদি বাইক কিংবা গাড়ি থাকে, তা ডিজেল চালিত হোক কিংবা পেট্রোল।

Danger Alert: Potential Risks of Combining Bike and Car Fuel Tanks

Bike and Car Fuel Tanks: গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের জন্য বহু বিধি নিষেধ মেনে চলতে হয় আমাদের। শারীরিক বিভিন্ন ক্ষেত্রে এই নিয়ম মেনে চলতে হয়। তবে আপনার যদি বাইক কিংবা গাড়ি থাকে, তা ডিজেল চালিত হোক কিংবা পেট্রোল। তাহলে সেক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলতে হবে। না হলে চরম বিপদের সম্মুখীন হতে হবে আপনাকে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

পাম্পে যাওয়া মানেই সকলেই একবারে ট্যাঙ্কি ফুল করে তেল ভরিয়ে নেন। প্রেট্রোল বা ডিজেল যাই হোক না কেন, সকলেই চেষ্টা করেন একবারে অনেকটা ভরে নিতে। যাতে বার বার পাম্পে আসতে না হয়! অনেকে আবার প্রতিদিন বহুদূর যাত্রা করেন। সেক্ষেত্রেও তারা বাইক বা গাড়িতে ফুল ট্যাংক করিয়ে নেন। কিন্তু জানেন কি এই গরমে কখনোই বাইক বা গাড়ি ফুল ট্যাঙ্ক করাতে নেই। ট্যাঙ্ক ভর্তি তেল থাকলে হতে পারে বড়সড় বিপদ।

তীব্র দাবদাহের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলির পেট্রোল বা ডিজেল ট্যাঙ্কের সঙ্গে সংলগ্ন পাইপের মধ্যে যদি গ্যাস জমে যায়, তাহলে প্রচন্ড রৌদ্রের তাপে সেখান থেকে আগুন ধরার সামান্যতম সম্ভাবনা থাকে। তাই এই গরমে ট্যাঙ্ক ফুল না করাটাই ভালো। গরমে গাড়ির ট্যাঙ্ক ফুল করলে কী কী বিপদ হতে পারে সে বিষয়ে সতর্ক করা হচ্ছে মানুষকে। জানা যাচ্ছে, ব্যাটারি চালিত গাড়িগুলির ক্ষেত্রেও হতে পারে সমস্যা। তাই প্রতিদিন গাড়ির পার্টস গুলি চেক করতে হবে এবং গাড়িতে বেশি তেল ভরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এগুলি মাথায় রাখলেই বিপদ এড়ানো যাবে।