Good news for bike lovers! নয়া রূপে ভারতে আসছে Yamaha FZS Fi

নতুন বছরের শুরুতেই Yamaha সর্বসাধারণের জন্য ভারতের বাজারে নিয়ে এল 2022 Yamaha FZS-Fi। স্ট্যান্ডার্ড (Standard) এবং ডিলাক্স (Deluxe) – এই দুটি ভ্যারিয়েন্টে ২০২২-এর মডেলটি এসেছে।…

Yamaha FZS Fi

নতুন বছরের শুরুতেই Yamaha সর্বসাধারণের জন্য ভারতের বাজারে নিয়ে এল 2022 Yamaha FZS-Fi। স্ট্যান্ডার্ড (Standard) এবং ডিলাক্স (Deluxe) – এই দুটি ভ্যারিয়েন্টে ২০২২-এর মডেলটি এসেছে। জানা গিয়েছে,আপডেটেড মডেলগুলি Yamaha-র অথরাইজড ডিলারশিপগুলির কাছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে পাঠানো শুরু হবে।

আসুন জেনে নিই, সদ্য লঞ্চ হওয়া 2022 Yamaha FZS-Fi-এর স্পেসিফিকেশন, ফিচার, ও দাম সম্পর্কে ।
2022 Yamaha FZS-Fi : স্পেসিফিকেশন ও ফিচার
২০২২ ইয়ামাহা এফজিএস-এফআই (2022 Yamaha FZS-Fi)-এর দুটি ভ্যারিয়েন্টেই স্ট্যান্ডার্ড ফিচারগুলির মধ্যে রয়েছে একটি এলইডি হেডলাইট, ব্লুটুথ কানেক্টিভিটি, একটি সিঙ্গেল চ্যানেল এবিএস, একটি রিয়ার ডিস্ক ব্রেক, এলইডি টেললাইট, রিয়ার টায়ার আলিঙ্গনকারী (hugging) একটি মাডগার্ড, মাল্টিফাংশন এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি লোয়ার ইঞ্জিন গার্ড। এর ডিলাক্স ভ্যারিয়েন্টটিতে আবার অতিরিক্ত সুবিধা রয়েছে এলইডি ফ্ল্যাশার-এর। এছাড়াও, মেটালিক ব্ল্যাক, মেটালিক ডিপ রেড এবং সলিড গ্রে- এই তিনটি রঙে মিলবে ইয়ামাহা এফজিএস-এফআই ডিলাক্স ভ্যারিয়েন্টটি। এই ডিলাক্স ভ্যারিয়েন্টটিতে নানাবিধ গ্রাফিক্স, রঙিন অ্যালয় হুইল এবং ডুয়েল টোন সিট রয়েছ । প্রসঙ্গত, এই ডুয়েল টোন সিটটি কেবলমাত্র মিলবে মেটালিক ব্ল্যাক এবং মেটালিক ডিপ রেড রঙয়ের ভ্যারিয়েন্ট দুটিতেই। অন্যদিকে এর স্ট্যান্ডার্ড মডেলটি পাওয়া যাবে দুটি রঙে – ম্যাট রেড এবং ম্যাট ব্লু।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

2022 Yamaha FZS-Fi : ইঞ্জিন ও হার্ডওয়্যার
দুটি ভ্যারিয়েন্টেই রয়েছে ১৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক, একটি রিয়ার মোনো শক এতে থাকছে এবং দু’চাকাতেই একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক।

2022 Yamaha FZS-Fi : দাম
পশ্চিমবঙ্গে 2022 Yamaha FZS-Fi-এর স্ট্যান্ডার্ডের দাম ১,১৬,৭০০ টাকা ও ডিলাক্স ভ্যারিয়েন্ট কিনতে হতে আপনাকে দিতে হবে ১,১৯,৭০০ টাকা।