ভারতে লঞ্চ হতে চলেছে চোখ ধাঁধানো BMW S 1000 RR

ভারতে শুরু হয়ে গেলো BMW S 1000 RR লঞ্চের প্রস্তুতি। আগামী ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সামনে আসবে বাইকটি। এখন S 1000 RR এর এক্স শোরুম মূল্য…

bmw s 1000 rr bike

ভারতে শুরু হয়ে গেলো BMW S 1000 RR লঞ্চের প্রস্তুতি। আগামী ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সামনে আসবে বাইকটি। এখন S 1000 RR এর এক্স শোরুম মূল্য ১৯.৭৫ লাখ টাকা। তাই দেশের বাজারে নয়া মডেলের বেস ভ্যারিয়েন্টের এক্স শোরুম মূল্য ২০.৫ লাখ টাকা থেকে শুরু করে ২৫ লাখ পর্যন্ত পৌঁছতে পারে।

নতুন প্রজন্মের BMW S 1000 RR আগের তুলনায় আরো অনেক বেশি প্রযুক্তি নির্ভর এবং শক্তিশালী ইঞ্জিন যুক্ত হওয়ার পাশাপাশি আধুনিক স্টাইল পেয়েছে। একে চলার শক্তি যোগাবে ৯৯৯ সিসির লিকুইড কুল্ড, ফোর সিলিন্ডার ইঞ্জিন। যা ১৩,৭৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২০৬.৫ বিএইচপি শক্তি উৎপন্ন করতে সক্ষম, আগের তুলনায় ৩ বিএইচপি বেশি। আর ১১,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১১৩ এনএম টর্ক মিলবে এতে। পাশাপাশি ছয় গতির গিয়ারবক্স এবং বাই ডিরেকশনাল কুইক সিফটার মিলবে এতে।

   

ডিজাইনের প্রসঙ্গে বলতে গেলে 2023 S 1000 RR-র সম্মুখভাগে রয়েছে নতুন ধরনের উইংলেট যা অনেকটাই M 1000 RR-র ন্যায়। বাইকটির পশ্চাৎ ভাগ আগের তুলনায় অনেকটাই স্পোর্টি স্টাইল বহন করে। নতুন এই উইংলেট থাকার ফলে সামনের চাকায় অতিরিক্ত নিম্নমুখী বল প্রযুক্ত হয় ফলে কম সময়ে দ্রুত বেগ অর্জন করতে সমস্যা কম হয়।

উপরন্ত এখানে ব্যবহৃত ফ্রেমটি অনেক বেশি ফ্লেক্সিবল।সুপারবাইকটিতে ব্যবহৃত নতুন চ্যাসিসের জ্যামিতিক অবস্থান আরো উন্নত। আগে যেখানে বাইকটির হুইলবেসের দৈর্ঘ্য ছিল ১,৪৪১ মিমি বর্তমানে তা বেড়ে হয়েছে ১,৪৫৭ মিমি। চ্যাসিস, ইঞ্জিন ও ডিজাইনের পরিবর্তন ছাড়াও বিএমডব্লিউ নিয়ে এসেছে সেন্সর নির্ভর স্লাইড কন্ট্রোল প্রযুক্তি যা ট্রাকশন কন্ট্রোলের সময় বাড়তি সুরক্ষা যোগায়। রাস্তার কর্নার দিয়ে যাওয়ার সময় ট্রাকশন কন্ট্রোল প্রযুক্তিতে যুক্ত এই স্লাইড কন্ট্রোল ফাংশন ভালো ভাবে কাজ করে। এর ফলে বাইকের স্টেবিলিটি অনেক উন্নত হয় ও চাকা স্লিপ করার সম্ভাবনা কমে আসে।

2023 S 1000 RR এর আরও এক উল্লেখযোগ্য আপডেট হলো ব্রেক স্লাইড অ্যাসিস্ট। স্লাইড কন্ট্রোল ফিচারের মতো এই প্রযুক্তির মাধ্যমেও মেলে অতিরিক্ত সুরক্ষা। ছোট কর্নারে সঠিক গতিবেগ বজায় রেখে উন্নত ব্রেকিং প্রযুক্তি সরবরাহ করে ব্রেক স্লাইড অ্যাসিস্ট। 2023 BMW S 1000 RR বাইকটিতে মিলবে নতুন তিনটি পেইন্ট স্কিম – ব্ল্যাক স্টর্ম মেটালিক, রেসিং রেড নন মেটালিক এবং লাইট হোয়াইট নন মেটালিক।