FD scheme: সঞ্চয়ের ওপর 7% হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্কটি

মন্দা বাজারেও বেশি সুদের খোঁজে থাকেন কম বেশি সকলেই। কিছু ব্যাঙ্ক রয়েছে যেখানে তুলনামূলক বেশি সুদ পাওয়া যায়। IndusInd তেমনই এক ঠিকানা। এখানে বয়স্কদের জন্য…

মন্দা বাজারেও বেশি সুদের খোঁজে থাকেন কম বেশি সকলেই। কিছু ব্যাঙ্ক রয়েছে যেখানে তুলনামূলক বেশি সুদ পাওয়া যায়। IndusInd তেমনই এক ঠিকানা। এখানে বয়স্কদের জন্য সুদের হার বেশ ভালো (FD Scheme)। 

IndusInd ব্যাঙ্ক খুচরা বিনিয়োগকারীদের, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য ‘গ্রিন ডিপোজিট’ নামে একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমের ব্যবস্থা করেছে। যারা কোভিড-১৯ অতিমারি এবং সুদের হার হ্রাসের মধ্যে একটু সুবিধা যুক্ত ঋণ বিনিয়োগের বিকল্প খুঁজছেন তাঁদের জন্য এই ব্যাঙ্ক আদর্শ হতে পরে। এই স্কিমের সবচেয়ে আশ্চর্যজনক দিকগুলির মধ্যে একটি হল যে বয়স্ক ব্যক্তিরা তাদের আমানতের উপর 7% সুদ পেতে পারেন৷

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

গ্রিন ডিপোজিট স্কিমে সিনিয়র সিটিজেনদের জন্য ধার্য সুদের হার সাত শতাংশ। রেগুলার বা সাধারণ আমানতকারীদের জন্য সুদের হার ৬.৫০ শতাংশ। প্রতি ক্ষেত্রে সময়সীমা একই। সর্বোচ্চ ৬১ মাসের জন্য টাকা জমা দেওয়ার সুবিধা রয়েছে এখানে। 

SBI, HDFC, ICICI Bank এবং Axis Bank এর সুদ IndusInd ব্যাঙ্ক এর থেকে কম। দীর্ঘ মেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে SBI এ সুদ দেওয়া হয় ৬.৩০ শতাংশ। HDFC, ICICI Bank এ ৬.৩৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।