ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টে পদার্পণ মারুতি সুজ়ুকির!

জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। এবার সেই জল্পনাই যেনো সত্যি হতে বসেছে। মারুতি সুজ়ুকি (Maruti Suzuki) নিয়ে আসছে একটি বৈদ্যুতিক মিনি এসইউভি , যার…

Maruti Suzuki SUV

জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। এবার সেই জল্পনাই যেনো সত্যি হতে বসেছে। মারুতি সুজ়ুকি (Maruti Suzuki) নিয়ে আসছে একটি বৈদ্যুতিক মিনি এসইউভি , যার কোডনেম YY8। টাটা পাঞ্চ ইলেকট্রিক গাড়ির সঙ্গে টক্কর দিতে সক্ষম এটি। মারুতির সেই আসন্ন ইলেকট্রিক গাড়ির সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।

এবার ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টে পদার্পণ করতে চলেছে মারুতি সুজ়ুকি । সংস্থার তরফ থেকে যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। রিপোর্টে জানানো হয়েছে যে, ২০২৪ সালেই লঞ্চ হতে পারে মারুতি সুজ়ুকি ইলেকট্রিক এসইউভি । আর সেই মডেলটি ২০২৪ সালের দিল্লি অটো এক্সপো-র সময় প্রকাশ্যে আসতে পারে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মারুতির প্রথম ইলেকট্রিক গাড়িটি একটি মিনি এসইউভি হতে চলেছে, যার কোডনেম YY8। টাটা পাঞ্চ ইলেকট্রিক গাড়ির সঙ্গে টক্কর দিতে পারে এটি।

   

গাড়ি-বিষয়ক সংবাদমাধ্যম ইন্ডিয়া কার নিউজ়-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, মারুতি সুজ়ুকির এই ইলেকট্রিক গাড়িটি ডেভেলপ হচ্ছে সুজ়ুকি ও টয়োটার পার্টনারশিপে। এর অর্থ হল, এই গাড়িটি বিক্রি করা হবে সারা দেশের মারুতি সুজ়ুকি এবং টয়োটা দুই সংস্থার ডিলারশিপ থেকেই। শুধু তাই নয়। বিশ্বের বেশ কিছু জায়গায় গাড়িটি এক্সপোর্টও করা হবে।