Rooqma ray: গোপনে বিয়ে সারলেন রুকমা হইচই সোশ্যাল মিডিয়ায়

টেলিপাড়ার হইচই গোপনে বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী রুকমা। কনের সাজে রুকমাকে দেখে চকমে উঠেছে সবাই। মুখে মুখে ঘুরছে একটাই প্রশ্ন, ‘ বিয়ে করে ফেলেছে কি…

Rooqma ray: গোপনে বিয়ে সারলেন রুকমা হইচই সোশ্যাল মিডিয়ায়

টেলিপাড়ার হইচই গোপনে বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী রুকমা। কনের সাজে রুকমাকে দেখে চকমে উঠেছে সবাই। মুখে মুখে ঘুরছে একটাই প্রশ্ন, ‘ বিয়ে করে ফেলেছে কি রুকমা’? নিন্দুকেরা অনেক কিছুই বলে থাকে। আসলে কনের সাজে যে ফটো গুলি অভিনেত্রী পোস্ট করেছেন তা এক ফটোশ্যুটের। আর পাঁচ জন নায়িকার মতই তিনি ফটোশুট করেছেন। যেখানে তাকে ভীষণ সুন্দর লাগছে, তবে অনেকেই ভয় পেয়ে গেছিলেন এই ভেবে রুকমা রাহুলকে বিয়ে না করে অন্য কাকে বিয়ে করল?

Advertisements

বিয়ের সাজে একদম অন্য রকমের শাড়ি বেছে নিয়েছেন রুকমা। সবুজ হলুদ ফ্লোরাল লেহেঙ্গা রিসেপশনের জন্য। ভীষণ সুন্দর লাগছে তাকে। এমনিতেই রুকমা মেকআপ ছাড়াই সুন্দরী তবে এখানে যেন আরেকটু বেশি সুন্দর লাগছে।

Advertisements
   

রহস্য-রোমাঞ্চ ঘরানা এ বার দানা বাঁধতে চলেছে ছোট পর্দাতে। শাশুড়ি-বউমার দ্বন্দ্ব, একঘেয়ে ঘরোয়া গল্প সরিয়ে স্বাদবদলের হয়েছে টলিপ্রেমীদের। বাংলা ধারাবাহিকে থ্রিলার নিয়ে এসেছে ‘লালকুঠি’। আর এই ধারাবাহিকের কারণেই আবার জুটি বাঁধছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর রুকমা রায়।