পাকিস্তান থেকে খুনের হুমকি কপিল শর্মাকে! হুমকি রাজপাল-রেমোকেও

মুম্বই: বলিউডে আতঙ্ক৷ দিন কয়েক আগেই হামলার মুখে পড়েছিলেন অভিনেতা সইফ আলি খান৷ বাড়িতে ঢুকে হামলা চালানো হয়েছিল তাঁর উপর৷ এবার পাকিস্তান থেকে হুমকি বার্তা…

kapil sharma rajpal yadav got death from pakistan

মুম্বই: বলিউডে আতঙ্ক৷ দিন কয়েক আগেই হামলার মুখে পড়েছিলেন অভিনেতা সইফ আলি খান৷ বাড়িতে ঢুকে হামলা চালানো হয়েছিল তাঁর উপর৷ এবার পাকিস্তান থেকে হুমকি বার্তা পেলেন কৌতুকশিল্পী কপিল শর্মা৷ ইমেল পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁকে৷ তবে একা কপিল নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজাকেও একই ভাবে হুমকি দেওয়া হয়েছে৷ যা আতঙ্ক ছড়িয়েছে টিনসেল টাউনে৷ ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। (kapil sharma got death from pakistan)

পুলিশে অভিযোগ kapil sharma got death from pakistan

হুমকি বার্তা আসতেই মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অভিনেতা রাজপাল যাদব। অভিযোগ জানিয়েছেন সুগন্ধা মিশ্র এবং রেমো ডিসুজাও৷ জানা গিয়েছে, রাজপাল যাদবের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আম্বোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫১ নং ধারার অধীনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ। 

   

বিষ্ণু পরিচয় দিয়ে ইমেল kapil sharma got death from pakistan

নিজেকে বিষ্ণু নামে পরিচয় দিয়ে এই হুমকি বার্তাটি পাঠানো হয়েছে৷ তাতে বলা হয়েছে, ‘‘এটা কোনও পাবলিসিটি স্টান্ট নয় বা কোনোও ভাবে আপনাদের হয়রানি করানোর চেষ্টাও নয়। কেউ এই বার্তাটি হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতি দিনের জীবনযাপনের উপর আমরা কড়া নজর রাখছি।’’ এই হুমকিবার্তা এড়িয়ে গেলে পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করা হয়েছে৷ 

বলিউডে আতঙ্ক kapil sharma got death from pakistan

এই ইমেল পাওয়ার ৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার কথাও বলা হয়েছিল৷ এরমধ্যে উত্তর নাএলে বিষয়টি হালকা ভাবে দেখা হচ্ছে বলে ধরে নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়৷ উল্লেখ্য, এর আগে একই ভাবে খুনের হুমকি পেয়েছেন শাহরুখ খান, সলমন খানও৷ ফলে এমন হুমকি বার্তা বলিউডে প্রথম নয়৷ তবে সম্প্রতি সইফের সঙ্গে যে ঘটনা ঘটেছে৷ তাতে বলিউডে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে৷ 

 

Entertainment: Saif Ali Khan attacked at home, Kapil Sharma receives death threats from Pakistan. Rajpal Yadav, Sugandha Mishra, and Remo D’Souza also targeted. Police investigation underway. Stay updated with the latest developments.