ভারতকে ‘টার্গেট’ করেই বিদেশী তাড়াতে নয়া ফন্দি ইউনূসের

ভারত বাংলাদেশ বিদেশ সচিব বৈঠকের আগে নয়া ফতোয়া জারি ইউনূস সরকারের(Muhammad Yunus)৷ বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের দেখাতে হবে বৈধ কাগজপত্র৷ তা না হলে বাংলাদেশ থেকে বিতাড়িত…

bangaldesh imports rice from india

short-samachar

ভারত বাংলাদেশ বিদেশ সচিব বৈঠকের আগে নয়া ফতোয়া জারি ইউনূস সরকারের(Muhammad Yunus)৷ বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের দেখাতে হবে বৈধ কাগজপত্র৷ তা না হলে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হতে পারে বলে দাবি তোলা হয়েছে ইউনূস (Muhammad Yunus)সরকারের পক্ষ থেকে৷

   

হাসিনার পতনের পর বাংলাদেশে ক্ষমতার দখন নিয়ে ছিল ছাত্র-জনতা৷ সেই সময়ে বাংলাদেশ প্রায় ২৬ লক্ষ কর্মরত রয়েছে বলে দাবি করা হয়েছিল সংগঠনগুলির তরফে৷ যদিও আজ পর্যন্ত সেই হিসেব দেখাতে পারেনি ইউনূস (Muhammad Yunus)ঘন্নিষ্ঠ সম্বনয়করা৷ যদিও এই বিষয়টিকে একাধিক বার সেদেশের সংবাদমাধ্যমের মুখে পরতে হয়েছে নাহিদ সার্জিসদের৷ বর্তমানে হিন্দু নির্যাতন নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে ঠেকেছে৷ সম্প্রতি ভারতীয়দের জন্য ভিসা সীমিতকরণ করা হয়েছে ঢাকার তরফে৷ দুই দেশের এই চলমান এই উত্তপ্ত সম্পর্কের মধ্যে বিদেশি নাগরিকদের(Muhammad Yunus) তথ্য যাচাই এর নির্দেশ মূলত ভারতীয়দের উদ্দেশ্য করেই বলা হয়েছে মনে করছে কূটনৈতিক মহল৷ অন্যদিকে পাকিস্তানিদের জন্য ভিসা নীতি শীথিল করেছে বাংলাদেশ৷ সুতরাং, আইএসআইয়ের পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বিদেশি নাগরিক বিতাড়ন নীতি নিয়েছেন তা একরকম স্পষ্ট৷