Bangladesh: ‘পক্ষপাত ভোটে’ হাসিনাকে জেতানোর অভিযোগ, ভীত নির্বাচন কমিশনারের পদত্যাগ

বাংলাদেশের (Bangladesh) সর্বশেষ জাতীয় নির্বাচন ছিল পক্ষপাতদুষ্ট , এমনই অভিযোগ। বিশ্বজুড়ে নিন্দিত হয়েছিল শেখ হাসিনার (Sheikh Hasina) একতরফা চতুর্থবার ক্ষমতায় থাকা। রক্তাক্ত গণবিক্ষোভে বাংলাদেশ থেকে…

election commission led by chief election commissioner Kazi Habibul Awal

বাংলাদেশের (Bangladesh) সর্বশেষ জাতীয় নির্বাচন ছিল পক্ষপাতদুষ্ট , এমনই অভিযোগ। বিশ্বজুড়ে নিন্দিত হয়েছিল শেখ হাসিনার (Sheikh Hasina) একতরফা চতুর্থবার ক্ষমতায় থাকা। রক্তাক্ত গণবিক্ষোভে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হাসিনা। তিনি ভারতে আশ্রিত। তাঁর সময়ে নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন।

Advertisements

অভিযোগ, বাংলাদেশে গণতন্ত্র ধংস করে ভোটাধিকার হরণ করেছিলেন শেখ হাসিনা। তাঁর নির্দেশে সর্বশেষ জাতীয় নির্বাচনে একতরফা রিগিং করেছিল আওয়ামী লীগ। তৎকালীন সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) সরকারের সঙ্গে সমঝেতা করে ভোটে নেমেছিল। আর মূল বিরোধী শক্তি বিএনপিসহ বিভিন্ন দল ভোট বয়কট করে। নির্বাচনে একতরফা জয়ী হলেও শেখ হাসিনা বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন। তবে নির্বাচন কমিশন কোনও রিগিং অভিযোগ মানতে চায়নি।

   

গত ৫ আগস্ট বাংলাদেশে গণবিক্ষোভের ধাক্কায় ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এখন চলছে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই সরকার দায়িত্ব নেওয়ার এক মাস পরে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় নির্বাচন কমিশন অবশেষে পদত্যাগ করল। সাংবাদিক সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল পদত্যাগ করার কথা জানান।

কাজী হাবিবুল আউয়াল কমিশন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সাংবাদিক সম্মেলনে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, “যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছে আমরা সকলে চাই সেই উদ্দেশ্য বাস্তবায়িত হোক। দেশে যথাযথ সংস্কার আসুক।” শেখ হাসিনার অনুগত বলে চর্চিত কাজী হাবিবুল আউয়াল গণবিক্ষোভকেই সমর্থন করেছেন।

Advertisements

২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি ৫ বছরের জন্য বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার পদে এসেছিলেন কাজী হাবিবুল আউয়াল। তার অধীনস্ত অন্যান্য কমিশনাররা হলেন-মহম্মদ আহসান হাবীব খান, রাশেদা সুলতানা, মহম্মগ আলমগীর ও মহম্মদ আনিছুর রহমান। নির্বাচন কমিশনাররা আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন ব্যক্তি বলে অভিযোগ ওঠে নানা সময়।

এই নির্বাচন কমিশনের আমলে গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও বর্জন করে বেশির ভাগ রাজনৈতিক দল। শুধু আওয়ামী লীগ ও তাদের মিত্র দলগুলো ওই নির্বাচনে অংশগ্রহণ করে।