Job Vacancy: কর্মী নিয়োগ করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়, বেতন ৩১ হাজার টাকা

আপনি কি চাকরী করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য সুখবর। কারণ কর্মী নিয়োগ করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এখানে পশ্চিমবঙ্গের সকল চাকরী প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তাই…

Calcutta University is going to hire staff with higher salary

short-samachar

আপনি কি চাকরী করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য সুখবর। কারণ কর্মী নিয়োগ করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এখানে পশ্চিমবঙ্গের সকল চাকরী প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তাই আর দেরি না করে আগামী ২৯ সে জুলাই ২০২৪ এর মধ্যে আবেদন করতে পারেন। 

   

যোগ্যতাঃ-
আবেদন করার জন্য আবেদনকারীকে M.SC উত্তীর্ণ হতে হবে। 

পদঃ-
সিআরএস প্রজেক্ট ফেলো

শূন্যপদঃ-
১ টি

আবেদন মাধ্যমঃ
অফলাইন।

বেতনঃ-
সর্বনিম্ন ১৪,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩১,০০০ টাকা।

আবেদন প্রক্রিয়াঃ-
এখানে আবেদন করতে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর সেখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে A4 সাইজের পাতায় প্রিন্ট আউট করে নির্ভুল ভাবে পূর্ণ করতে হবে। পূর্ণ করার পর নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

Higher Secondary 2025: বড় ঘোষণা উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা এখবর আগে পড়ুন

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানাঃ-
প্রফেসর উর্মি চ্যাটার্জি, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর,প্রাণিবিদ্যা বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়, ৩৫ বিসি রোড, কলকাতা – ৭০০০১৯

ইমেইল আইডিঃ-
[email protected]

নির্বাচন প্রক্রিয়াঃ-
এখানে ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। তবে এই ইন্টারভিউ এর তারিখ এবং জায়গা প্রার্থীর মোবাইল নাম্বার ও ইমেইল আইডির মাধ্যমে জানিয়ে দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়।