সুইমিং পুলের ধারে লাল পোশাকে উজ্জ্বল সায়ন্তনী গুহঠাকুরতা, দেখুন ছবিতে

গরমে চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় কলকাতা বাসি। ছুটি কাটাতে হোটেল রিসোর্টে চলে যাচ্ছেন অনেকেই। জোকার জনপ্রিয় পর্যটন স্থল ইবিজা রিসোর্ট (Ibiza Resort And Spa)।…

sayantani guha thakurata

গরমে চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় কলকাতা বাসি। ছুটি কাটাতে হোটেল রিসোর্টে চলে যাচ্ছেন অনেকেই। জোকার জনপ্রিয় পর্যটন স্থল ইবিজা রিসোর্ট (Ibiza Resort And Spa)। সেখানেই সুইমিং পুলের ধারে লাল পোশাকে দীপ্তি ছড়ালেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা (Sayantani Guhathakurata)।

Advertisements

রবিবার তার সমাজমাধ্যমে বেশ কিছু ছবি পোস্টে করেছেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা (Sayantani Guhathakurata)। ছবিগুলিতে লাল সুইমস্যুট এ দেখা যাচ্ছে তাকে। তার সঙ্গে রেখেছেন খোলা চুল। এর সঙ্গে ঠোঁটে পড়েছেন হালকা লিপস্টিক। গরমের দিনে ইবিজা রিসোর্ট এবং স্পা (Ibiza Resort And Spa) এর সুইমিং পুলে ডুব দিয়েছেন অভিনেত্রী । আর সেখান থেকেই নানান ভঙ্গিতে পোজ দিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ছবিগুলির ক্যাপশনে তিনি লিখেছে, “মনকে সতেজ রাখতে এবং শরীরকে ঠান্ডা রাখতে পুলের ধারে কিছু মুহূর্ত কাটানো”। সায়ন্তনীর ছবি তুলেছেন রুপসু দেবনাথ। তার মেকআপ এবং কেশসজ্জা করেছেন সুমন গাঙ্গুলি। সায়ন্তনীর পরনে লাল সুইমস্যুটটি স্পন্সকর করেছে ‘লা লিংগেরি’ (La Lingerie) কোম্পানি।

   

sayantani

উল্লেখযোগ্য, কয়েকদিন রবিবার রাত্রে খাবার খেতে উঠে অচৈতন্য হয়ে পড়ে যান অভিনেত্রী। ভেঙে যায় তার ডান পায়ের পাতার হাড় । জিম আর কড়া ডিয়েটের কারণেই এই ঘটনা ঘটেছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। কয়েক মাস আগে ডেঙ্গিতে ভোগার পর বন্ধ ছিল ডায়েট। আবার ফেব্রুয়ারী মাস থেকে কড়া নিয়মে ছিলেন তিনি। আপাতত বিশ্রাম নিচ্ছেন অভিনেত্রী।

Advertisements

sayantani guhathakrta

বর্তমানে ৩টি ছবিতে কাজ করার কথা রয়েছে তার। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকে শুরু হওয়ার কথা রাজর্ষি দে-র পরিচালনায় ‘ও মন ভ্রমণ’ (O Bhraman) ছবির কাজ। সেই নিয়ে চিন্তিত তিনি। সম্প্রতি পরিচালক রাজর্ষি দের ‘এবার দার্জিলিং’ (Ebar Darjeeling) চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন সায়ন্তনী (Sayantani Guhathakurata)। তার বিপরীতে রয়েছেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। ‘হৈচৈ আনলিমিটেড, ‘মায়া’, ‘কে তুমি নন্দিনী’ প্রমুখ ছবিতে অভিনয় করেছেন তিনি । ‘সাত ভাই চম্পা’, ‘করণমালা’, ‘জয়ী’ এর মতো সিরিয়াল এর জন্য খ্যাতি অর্জন করেছেন সায়ন্তনী।