Piya Chakraborty: পরম অতীত, বিয়ের কয়েক দিন কাটতে না কাটতেই অন্য কাউকে কোলে নিয়ে আদর করলেন পিয়া। জাঁকিয়ে পড়েছে শীত। বিয়ের মরশুমে এমনিতেই গরম আবহাওয়া। তবে, এই সময় পিয়ার কোলে থাকার কথা ছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের। কিন্তু সদ্য যে ছবি পোস্ট করেছেন তাতে ধরা পড়েছে একদম অন্যরকম দৃশ্য। সম্প্রতি পরমব্রতর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনুপম রায়ের প্রাক্তন পিয়া চক্রবর্তী। গতমাসেই আইনিভাবে কাগজে-কলমে সইসাবুদ করে একে অপরের হাত ধরেছেন তারকা দম্পতি।
বিয়ের রেশ কাটতে না কাটতেই অন্য কাউকে আদরে ভরিয়ে দিলেন পিয়া! কে তিনি জানেন? কী তার নাম? কিই বা তার পরিচয়? সেই বিশেষ জনের নাম হল নিনা। ভালোবেসেই তাকে এই নামে ডাকেন পরম পত্নী। পিয়ার জীবনে অনেকদিন ধরেই রয়েছে সে। নিজের সন্তানের মতই ভালোবাসেন তাকে। আসলে নিনা হল একজন সারমেয়। ইন্ডি প্রজাতির কুকুর। নিনাকে নিয়েই জীবনের বেশিরভাগ সময় কাটাতে ভালবাসেন পিয়া।
পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর একের পর এক কাটাছেঁড়া লেগেই রয়েছে তার জীবন নিয়ে। ২৪ শে ডিসেম্বর রাতে বিয়ের ঠিক এক মাস পরে টলিউডের সবাইকে নিয়ে রিসেপশন পার্টিতে মেতে উঠেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়া চক্রবর্তী। হাজির ছিলেন একঝাঁক টলি তারকারা। তবে বিয়ের পর কেমন কাটছে পিয়া পরমব্রতের তা জানতে মুখে রয়েছেন সকলেই!
View this post on Instagram
সম্প্রতি হানিমুনের নতুন ছবি পোস্ট করতেই আবারো নোংরা কটাক্ষের শিকার হয়েছেন দুজনেই। কেউ কেউ পরমব্রত চট্টোপাধ্যায়কে বউ চোর বলেও তকমা দিতে ছাড়েননি! এছাড়াও পিয়া চক্রবর্তীকে কটাক্ষ করা হয়েছে বুড়ি বলেও।