লোকসভা ভোটে অ-বিজেপি জোটের নাম INDIA অর্থাৎ ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ দেওয়া হয়েছে। পরবর্তী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠকে সামনে এসেছে INDIA বনাম NDA লড়াই। শুরু হচ্ছে ২০২৪ এর লোকসভা ভোটের লড়াই।
নাম ঘোষণার পরেই জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কেন্দ্রের শাসক দল বিজেপি ও তাদের জোট এনডিএ-কে কটাক্ষ করে লেখা হলো, এনডিএ তুমি কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছ? এই টুইটের পর রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।
ইন্ডিয়া জোটের যৌথ বিবৃতিতে বিরোধীরা ক্ষমতাসীন বিজেপিকে মণিপুর সংকট থেকে কেন্দ্রীয় সংস্থাগুলির “অপব্যবহার” পর্যন্ত বিভিন্ন ফ্রন্টে নিন্দা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা মানবিক ট্র্যাজেডির জন্য আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি যা মণিপুরকে ধ্বংস করেছে। প্রধানমন্ত্রীর নীরবতা মর্মান্তিক এবং নজিরবিহীন।”
বিজেপি বিরোধীদের দাবি, এই জোটের জন্য একটি শক্তিশালী নাম অত্যন্ত জরুরি ছিল। যা মানুষের কাছে গিয়ে মোদি বিরোধী হওয়ার প্রেরণা জাগবে। কাল জানানো হয়েছিল যে এই জোটের একটি নাম চূড়ান্ত করা হবে। আজ সেই নাম গোটা দেশের কাছে প্রকাশ করা হলো যা হলো INDIA।
তবে এই জোটের বিরুদ্ধে শাসক পক্ষের NDA এর দাবি, মানুষ এই জোটকে গ্রহণ করবে না। কারণ তাদের কোন যোগ্য মুখ নেই। তবে শাসক দলকে ভুল প্রমাণিত করে বিরোধী পক্ষের দাবি, এই মহাজোটের মধ্যে দিয়ে তারা গোটা ভারতবাসীর কাছে পৌঁছাতে চাইছে। তারা বিশ্বাস দিতে চাইছে যে এই জোট মোদি সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে। এবং এই মহাজোট যদি ভারতবর্ষে নিজেদের সরকার গঠন করতে পারে তবেই দেশের উন্নতি হবে।
তবে INDIA মহাজোটের মুখ্য কে হবে সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা করা হয়নি। ইন্ডিয়া জোট জানিয়েছে প্রথমে মুক্তি দরকার তারপরে মুখ দরকার। একমাত্র লক্ষ্য মোদী সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, “ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স অর্থাৎ ইন্ডিয়া। লড়াই INDIA এবং NDA – এর মধ্যে। যা নরেন্দ্র মোদিজি এবং ইন্ডিয়ার মধ্যে। ওনার বিচারধারা এবং ইন্ডিয়ার মধ্যে”। তিনি জোটের তৃতীয় বৈঠক স্থলের ঘোষণা করে বলেন, “আপনারা জানেন যখনই কেউ হিন্দুস্তানের সামনে দাঁড়ায় তখন কে জেতে সেটা বলা বাহুল্য। আমাদের এরপরের মিটিং মহারাষ্ট্রতে হবে। আমরা নির্ণয় নিয়েছি যে এরপরে একটি অ্যাকশন প্ল্যান করা হবে। যেখানে আমরা একসঙ্গে মিলে দেশে আমাদের বিচারধারা সম্পর্কে এবং আমরা দেশের জন্য যা করতে চলেছি তা নিয়ে বলব”।